উপজেলা নির্বাহী অফিসারের বার্তা আটোয়ারী উপজেলা বাংলাদেশের সর্ব উত্তরের জেলা শহর হিমালয় কন্যা হিসেবে পরিচিত পঞ্চগড় জেলার একটি প্রত্যন্ত উপজেলা। এ উপজেলার অধিকাংশ মানুষ কৃষি নির্ভরশীল এবং দরিদ্র। কল-কারখানা, শিল্প প্রতিষ্ঠান নেই বললেই চলে। যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুতায়নও উন্নত নয়। তবে এখানকার মানুষ তথ্য প্রযুক্তির ক্ষেত্রে বেশ আগ্রহী। সরকারের চলমান অগ্রাধিকারমূলক প্রকল্প ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রের মাধ্যমে উপজেলার সর্বস্তরের জনসাধারণের মাঝে স্বল্প ব্যয়ে ও স্বল্পতম সময়ে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ইত্যাদি সরকারী-বেসরকারী সেবা প্রদানের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের পক্ষ হতে প্রচেষ্টা অব্যাহত রয়েছে।তথ্য প্রযুক্তির উত্তম ব্যবহারের মাধ্যমে বিভিন্ন সেবা জনগণের দোড়গোড়ায় পৌঁছানোই আমাদের লক্ষ্য।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস