ইতিহাস
<p>জনশ্রুতি রয়েছে মির্জাপুর শাহী মসজিদটি সুলতানি আমলের। এর নির্মাণশৈলী সুলতানি আমলের স্থাপত্য শৈলীর মতই। তিন গম্বুজ বিশিষ্ট মসজিদটির ভিতরে কাতার রয়েছে মাত্র দু'টি। বাহিরের দিকের দেওয়ালে চারকোনাকৃতির অত্যন্ত সুন্দর ফুল পাতার কারুকার্য খচিত টেরাকোটা দ্বারা আচ্ছাদিত। এ টেরাকোটাসমূহের বৈশিষ্ট্য হলো একটির সংগে আরেকটির কোন মিল নেই। সামান্য কিছু সংস্কার ছাড়া এখনও মসজিদটি পূর্বের মতই রয়েছে। অল্প কিছু দিন পূর্বের ভুমিকম্পে এর মিনার ও দেয়ালের কিছু ক্ষতি হয়েছে।</p>