রাজনৈতিক ও অন্যান্য গুরুত্বপূর্ণ ঘটনাবলী (সংক্ষিপ্ত)
১। সন্ন্যাসী ও ফকির বিদ্রোহঃ ১৭৬৩-১৮০০।
২। আটোয়ারী উপজেলা ঐতিহাসিক তেভাগা আন্দোলনের সূতিকাগার। ১৯৩৮-৩৯ এবং ১৯৪৬-৪৭ সালে আটোয়ারী আলোয়াখোয়া গ্রাম থেকে হাজী দানেশ, কমরেড গুরুদাস তালুকদার, কমরেড মনি সিং, কমরেড মংলু, কমরেড ডোলী বর্মনী প্রমুখ ব্যক্তিগণের নেতৃত্বে এ আন্দোলন শুরু হয়।
৩। কৃষক আন্দোলনঃ ১৯৫৮-৬৮।
৪। সত্তরের দশকে ছাত্রলীগের বিভিন্ন শাখার তৎপরতা, ছাত্রলীগের ৬(ছয়) দফা কর্মসূচী ভিত্তিক ছাত্র আন্দোলনঃ ১৯৬৬-৬৯।
৫। ১৯৭১ সালের মার্চ মাসের অসহযোগ আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ।
আটোয়ারী উপজেলায় মুক্তিযুদ্ধের পুরো সময় ধরে ব্যাপক যুদ্ধ হয়েছে। ১৯৭১ সালের এপ্রিলের তৃতীয় সপ্তাহে আটোয়ারী থানা সদর পাক হানাদার বাহিনীর নিকট পতন ঘটে এবং ২৩ নভেম্বর ভোরে পাক হানাদার মুক্ত হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS